চট্টগ্রাম বিভাগের সংক্ষিপ্ত ইতিহাস।

চট্টগ্রাম বিভাগের সংক্ষিপ্ত ইতিহাস। চট্টগ্রাম বিভাগ কিভাবে প্রতিষ্ঠিত হয়? A short history of Chattogram Division.  



চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রমাসনিক বিভাগ। বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের মধ্যে এটি বৃহত্তম বিভাগ। এর বিভাগীয় সদরদপ্তর চট্টগ্রাম জেলায় অবস্থিত। চট্টগ্রাম বিভাগ বর্তমানে ১১টি জেলায় এবং  ৯৯টি উপজেলায় বিভক্ত। ব্রিটিশ শাসনামলে ১৮২৯ খ্রি. পূর্বাঞ্চলের ৫ টি জেলা অর্থাৎ চট্টগ্রাম, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট নিয়ে চট্টগ্রাম বিভাগ গঠিত হয়।

১৮৭৪ খ্রি, সিলেটকে আসাম প্রদেশের অন্তর্ভুক্ত করা হলেও, ১৯৪৭ খ্রি. দেশভাগের সময় সিলেটকে পুনরায় চট্টগ্রাম বিভাগের সাথে সংযুক্ত করা হয়্। ১৯৮৪ সালে উক্ত পাঁচ বৃহত্তর জেলাকে ভেঙে ১৫টি নতুন জেলা গঠন করা হয়। তবে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলাকে ১৯৯৫ সালে চট্টগ্রাম বিভাগ থেকে বিচ্ছিন্ন করে নবগঠিত সিলেট বিভাগের অন্তর্ভূক্ত করা হয়। তাই বর্তমানে ১১ টি জেলা নিয়ে চট্টগ্রাম বিভাগ গঠিত।

✍️তথ্যের উৎস :

📘চট্টগ্রামের ইতিহাস -  আহমদ শরীফ

📘চট্টগ্রামের ইতিহাস - কমল চৌধুরী

📘চট্টগ্রামের প্রাচীণ ইতিহাস- সূণতীভূষণ কানোগো

📘পার্বত্য চট্টগ্রামের ইতিহাস - জামাল উদ্দীন

📘ভূস্বর্গ পার্বত্য চট্টগ্রাম - লিয়াকত হোসেন

📘 উইকিপিড়িয়া, এনসাইক্লোপিডিয়া এবং বিভিন্ন ব্লগ ও অনলাইস ওয়েব সাইট


📌ট্যাগস:

চট্টগ্রামের ইতিহাস

চট্টগ্রাম বিভাগের ইতিহাস

চট্টগ্রাম বিভাগ কিভাবে সৃষ্টি হয়

চট্টগ্রাম বিভাগে জেলা কয়টি

History of Chattogram

A short history of Chattogram Division


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ