উসমানীয় সাম্রাজ্যের সামরিক মেরুদন্ড জেনিসারি বাহিনী ইতিহাস।

উসমানীয় সাম্রাজ্যের সামরিক মেরুদন্ড জেনিসারি বাহিনী ইতিহাস। History of ottoman Janissary army.

                                                  

১২৯৯ সালে উসমান গাজীর নেতৃত্বে আনাতোলিয়া উদ্ভব হওয়া ক্ষুদ্র রজ্যটি,

এক সময় বৃহৎ উসমানীয় সাম্রাজ্যে হিসেবে আত্মপ্রকাশ করে।

মধ্যযুগের প্রতাপশালী এই সাম্রাজ্যের, শৌর্যবীর্যের অন্তরালে ছিল সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব।

এই শ্রেষ্ঠত্বই সাম্রাজ্যটিকে. সমগ্র এশিয়া, আফ্রিকা এবং ইউরোপে দাপিয়ে বেড়াতে

সাহায্য করেছিল। আর সেই সামরিক শক্তির প্রাণ ছিল. জেনিসারী নামক বিশেষ এক বাহিনী। 

প্রায় ৫০০ বছরের সামরিক ইতিহাসে, জেনিসারি বাহিনী খুব কম যুদ্ধেই পরাজিত হয়েছিল।

কসোভো যুদ্ধ, নিউকোপলিসের যুদ্ধ, চালদিরানের যুদ্ধ, কনস্টান্টিনোপল বিজয় ইত্যাদি

যুদ্ধে, বীরবিক্রমে লড়াই চালিয়ে, উসমানীয় সাম্রাজ্যের বিস্তৃতি বৃদ্ধি করেছিল এই বাহিনী।

কিন্তু উসামনীয় সাম্রাজ্যের শেষের দিকে, জেনিসারি বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ

এবং ক্ষমতার অপব্যহার করতে থাকে। তাই তৎকালীন সুলতান দ্বিতীয় মাহমুদ,

১৮২৬ খ্রি. বাধ্য হয়ে এই বাহিনীর বিলোপ সাধন করেন।


উসমানীয় সাম্রাজ্যের শক্তিশালি সামরিক বাহিনী জেনিসারীদের উত্থান, কৃতিত্ব এবং পতন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখুন। ▶️লিংক-

                                       

▶️আরও পড়ুন এবং দেখুন:

***উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস***

*উসমানীয় খেলাফতের ইতিহাস

*উসমানীয় তুর্কিদের আদি পুরুষ সুলায়মান শাহের অজানা ইতিহাস

*উসমানীয় সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টা আর্তুগ্রুল গাজী বীরত্বগাঁথা ইতিহাস

*১ম উসমানীয় শাসক ও সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান উসমান গাজী

*২য় উসমানীয় শাসক সুলতান ওরহান গাজীর ইতিহাস

*উসমানীয় সাম্রাজ্যের সামরিক মেরুদন্ড জেনিসারী বাহিনীর ইতিহাস

*৩য় উসমানী শাসক সুলতান প্রথম মুরাদের ইতিহাস (প্রথম পর্ব)


***তুর্কি জাতীর ইতিহাস***

*অগুজ খান এবং অগুজ তুর্কিদের ইতিহাস

*খিজির খায়রুদ্দিন পাশার ইতিহাস

*তুর্কি জাতীর পরিচয়, উৎপত্তি ও নামকরণ

*তুর্কিরা কিভাবে মুসলিম হয়?

*১৬ টি বিখ্যাত তুর্কি সাম্রাজ্যের ইতিহাস

*সেলজুক সাম্রাজ্যের ইতিহাস

*রুমের সেলজুক সালতানাতের ইতিহাস

✍️তথ্যের উৎস :

📘 উসমানী সাম্রাজ্যের ইতিহাস - ড. আলী মুহাম্মদ সল্লবি

📘 অটোমানদের ইতিহাস - মাহবুবুর রহমান

📘 তুরস্কের ইতিহাস - আবদুল কাদের

📘 মধ্যপ্রাচ্যের ইতিহাস (অটোমান সাম্রাজ্য থেকে ক্ষুদ্র জাতিসত্তা রাষ্ট্র) - এ.বি.এম হোসেন

📘 দ্যা অটোমান সেঞ্চুরি - লর্ড কিনরস (বাংলা অনুবাদ- জেসী মেরী কুইয়া)

📘 মধ্যপ্রাচ্যের ইতিহাস - কে. আলী

📘 মধ্যপ্রাচ্যের ইতিহাস - ড. ইনামুল হক

📘 আধুনিক মধ্যপ্রাচ্য - সফিউদ্দীন জোয়ারদার

📘 The Turkish Empire - Lord Eversley

📘 History of the Ottoman Turks - S. Creasy Edwards

📘 উইকিপিড়িয়া, এনসাইক্লোপিডিয়া এবং বিভিন্ন ব্লগ ও অনলাইস ওয়েব সাইট

📌ট্যাগস:

জেনিসারি বাহিনী
জেনিসারি বাহিনীর ইতিহাস
জেনিসারি বাহিনী- অটোম্যান সাম্রাজ্যের এক ভয়ানক পদাতিক দল
জেনিসারি বাহিনী- ইউরোপ ‍জুড়ে ত্রাস সৃষ্টি করা অটোম্যান অহংকার
জেনিসারি বাহিনী- অটোম্যান সাম্রাজ্যের মেরুদন্ড
জেনিসারি বাহিনী-অটোম্যান সালতানাতের গর্বিত সম্পদ

সুলতান ওরহানের জেরিসারি বাহিনী গঠন
সুলতান মুরাদের জেনিসারি বাহিনী গঠন
জেনিসারি বাহিনীর পতন
জেনিসারী বাহিনী কিভাবে ধ্বংসহয়?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ