হযরত হোসাইন (রা) এর সংক্ষিপ্ত জীবনী।

হযরত হোসাইন (রা) এর সংক্ষিপ্ত জীবনী। ইমাম হোসাইন (রা) এর সংক্ষিপ্ত ইতিহাস।  A short biography of Hazrat Hossain (R.A).

                                                            

হোসাইন (রা)

📖আরও পড়ুন:হযরত হাসান (রা) এর সংক্ষিপ্ত জীবনী

হযরত হুসাইন (রা) ছিলেন মহানবীর (স) পৌত্র এবং হযরত আলী ও ফাতেমা (রা) এর কনিষ্ঠ পুত্র। তিনি ৬২৬ খ্রি. মদীনায় জন্ম গ্রহণ করেন। হযরত হুসাইন মুয়াবিয়ার পর খেলাফতের হকদার ছিলেন। ৬৬১ খ্রি. হযরত হাসানের সাথে মুয়াবিয়ার চুক্তি অনুযাীয়, মুয়াবিয়া (রা) মৃত্যুর পর হুসাইন (রা) ইসলামের পরবর্তী খলিফা হবে। কিন্তু বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে মুয়াবিয়া হুসাইনের পরিবর্তে নিজ পুত্র ইয়াজিদকে মনোনয়ন দান করে।

ইয়াজিদ সিংহাসনে আরোহণের পর হুসাইনকে তার আনুগত্য স্বীকার করতে বললে, হুসাইন তা অস্বীকার করে। এমনকি খেলাফতের দাবিকে কেন্দ্র করে ইয়াজিদ এবং হুসাইনের মধ্যে দ্বন্দ দেখা দেয়। এবং এই দ্বন্দের প্রেক্ষাপটে ৬৮০ খ্রি. ঐতিহাসিক কারবালার প্রান্তরে উমাইয়া বাহিনীর হাতে হুসাইন (রা) কে স্বপরিবারে প্রাণ বিসর্জন করতে হয়। হযরত হুসাইন (রা) শাহাদাতের পর মুসলিম বিশ্ব শিয়া ও সুন্নি নামে চিরতরে দ্বিধাবিভক্ত হয়ে যায়। এই বিভক্তির কারণে মুসলিম জাতী আজও ঐক্যেবদ্ধ হতে ব্যর্থ হচ্ছে।  

📖আরও পড়ুন:ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা) 

🖋️তথ্যের উৎস:

📘ইসলামের ইতিহাস- সৈয়দ মাহমদুল হাসান 📘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- সৈয়দ মাহমুদুল হাছান 📘আরব জাতীর ইতিহাস- শেখ লুতফর রহমান 
📘 উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়া, বিভিন্ন ব্লগ এবং ওয়েবসাইট                                       

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ