হযরত হাসান (রা) এর সংক্ষিপ্ত জীবনী। ইমাম হাসান (রা)। ইসলামের পঞ্চম খলিফা হযরত হাসান (রা)। A short biography of Hazrat Hasan (R.A).
![]() |
হাসান (রা) |
হযরত হাসান (রা) ছিলেন মহানবীর (স) পৌত্র এবং হযরত আলী ও ফাতেমা (রা) এর জৈষ্ঠ পুত্র। তিনি ৬২৪ খ্রি. মদীনায় জন্ম গ্রহণ করেন। কোন কোন ক্ষেত্রে তাকে পঞ্চম রাশেদীন খলিফা হিসেবেও অভিহিত করা হয়। ৬৬১ খ্রিস্টাব্দে ইসলামের চতুর্থ এবং সর্বশেষ রাশেদীন খলিফা, আলী (রা) ইন্তেকালের পর, খেলাফত প্রশ্নে মুসলিম বিশ্ব দ্বিধাবিভক্ত যায়। একপক্ষ আলী (রা) এর জৈষ্ঠ্য পুত্র হাসানকে, খলিফা হিসেবে নির্বাচিত করে। অপর পক্ষ সিরিয়া এবং মিশরের শাসক মুয়াবিয়া (রা) কে সমর্থন করে।
খেলাফতের প্রশ্নে, মুসলিম উম্মাহর ঐক্যে ফাটল দেখা দিলে,
মুয়াবিয়া (রা) হাসান (রা) এর সাথে একটি সন্ধি চুক্তি করেন।
এই চুক্তির মাধ্যমে হাসান (রা), মুয়াবিয়া (রা) কে খেলাফতের দায়িত্ব প্রদান করেন।
এরপর কূফা নগরী থেকে স্বপরিবারে মদীনায় গিয়েহাসান (রা) বাকি জীবন অতিবাহিত করেন। মদীনাতেই তিনি ইন্তেকাল করেন।
হযরত হাসান (রা) জান্নাতুল বাকিতে শায়িত আছেন।
📖আরও পড়ুন:ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা)
🖋️তথ্যের উৎস:
📘ইসলামের ইতিহাস- সৈয়দ মাহমদুল হাসান 📘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- সৈয়দ মাহমুদুল হাছান 📘আরব জাতীর ইতিহাস- শেখ লুতফর রহমান 📘 উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়া, বিভিন্ন ব্লগ এবং ওয়েবসাইট
0 মন্তব্যসমূহ