রাশেদীন খিলাফত ও ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা) এর সংক্ষিপ্ত ইতিহাস। রাশেদিন খিলাফতের শেষ খলিফা হযরত আলী (রা) এর সংক্ষিপ্ত জীবনী। হযরত আলী কে ছিলেন? A short biography of Hazrat Ali R.A, the furth Caliph of Islam.
![]() |
আলী (রা) |
📖আরও পড়ুন:রাশেদীন খিলাফতের ইতিহাস
হযরত আলী (রা) ছিলেন
রাশেদিন খিলাফতের শেষ এবং ইসলামের চতুর্থ খলিফা। ৬৫৬খ্রি. তিনি মুসলিম বিশ্বের খলিফা
হিসেবে নির্বাচিত হন। তিনি ৬০০ খ্রি. মক্কার কুরাইশ বংশের হাশেমী গোত্রে জন্মগ্রহণ
করেন। হযরত আলী মহানবীর (স) চাচাতো ভাই এবং জামাতা ছিলেন। খাইবারের যোদ্ধে বীরত্বের
সাথে যোদ্ধা করার জন্য মহানবী (স) তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন।
🖋️তথ্যের উৎস:
📘ইসলামের ইতিহাস- সৈয়দ মাহমদুল হাসান 📘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- সৈয়দ মাহমুদুল হাছান 📘আরব জাতীর ইতিহাস- শেখ লুতফর রহমান 📘 উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়া, বিভিন্ন ব্লগ এবং ওয়েবসাইট
0 মন্তব্যসমূহ