প্রাক ইসলামী আরব। প্রাচীন আরবের ইতিহাস। জাজিরাতুল আরব কাকে বলে? আরব উপদ্বীপকে জাজিরাতুল আরব বলা হয় কেন?
জাজিরাতুল আরব বলতে আরব ভূখন্ডকে বোঝায়।
‘জাজিরা’ আরবি শব্দ। এর শাব্দিক অর্থ দ্বীপ বা উপদ্বীপ। আরব একটি ভূখন্ডের নাম।
তাই জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপকে বোঝায়।
এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরব দেশ বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ।
মূল স্থল ভাগের সাথে যুক্ত কিন্তু বেশিরভাগ অংশ সাগর দিয়ে বেষ্টিত
কোন ভূখন্ডকে উপদ্বীপ বলা হয়। আরব ভূখন্ডের তিন দিকে বিশাল জলরাশি এবং
একদিকে বিস্তির্ণ মরুভূমি দিয়ে ঘেরা।
এর পশ্চিমে লোহিত সাগর, পূর্বে পারস্য উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং
উত্তরে সিরিয়া মরুভূমি অবস্থিত।
এরূপ ত্রিভুজাকৃতির ভৌগোলিক অবস্থানের জন্যই আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয়।
আরব উপদ্বীপ ম্যাপ |
📘ইসলামের ইতিহাস- সৈয়দ মাহমদুল হাসান 📘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- সৈয়দ মাহমুদুল হাছান 📘ইসলামের ইতহিাস- মুহাম্মদ মিজানুর রশিদ 📘আরব জাতীর ইতিহাস- শেখ লুতফর রহমান
0 মন্তব্যসমূহ