ঐতিহাসিক হুনাইনের যুদ্ধের কারণ, ঘটনা এবং ফলাফল। Battle of Hunayn : Causes, event and result.
৬৩০ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পর কুরাইশদের শত্রুতা বন্ধ হলেও মুসলমানদের শত্রুদের শত্রুতা একবারে নি:শেষ হয়ে যায় নি। বিশেষ করে মক্কা বিজয়ের মাধ্যমে কাবা ঘর থেকে পৌত্তলিকতার অবসান ও একত্ববাদ ইসলামের প্রতিষ্ঠা হলে মক্কা ও তায়েফের মধ্যবর্তী স্থানে বসবাসকারী পৌত্তলিক আরব বেদু্ঈন গোত্রগুলো ক্ষেপে যায়। তারা কাবা পুনরুদ্ধার করে ইসলামকে উচ্ছেদ এবং মূর্তিপুজা পুন:প্রতিষ্ঠা করতে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফলে সংঘটিত হয় ঐতিহাসিক হুনায়নের যুদ্ধ। এ যুদ্ধে মুসলমানরা প্রথম দিকে বিপরযয়ের সম্মুখিন হলেও পরবর্তিতে বিজয় লাভ করে।
হুনাইনের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ভিডিও লিংকটিতে ক্লিক করুন:
তথ্যের উৎস সমূহ:
লেখক : আল্লামা ছফিউর রহমান মোবারকপুরী
অনুবাদ : খাদিজা আখতার রেজায়ী।
১. আরব জাতির ইতিহাস - শেখ মুহাম্মদ লুৎফর রহমান ।
২. ইসলামের ইতিহাস - মোঃ মাহমুদুল হাছান
0 মন্তব্যসমূহ