ইসলামের সপ্তম খলিফা দ্বিতীয় মুয়াবিয়া | 7th Caliph Muawiya II

 ইসলামের সপ্তম এবং তৃতীয় উমাইয়া খলিফা দ্বিতীয় মুয়াবিয়ার সংক্ষিপ্ত পরিচিতি। A short biography of Muawiya II - the 7th caliph of Islam.

                                                                  


দ্বিতীয় মুয়াবিয়া ছিলেন ইসলামের সপ্তম এবং তৃতীয় উমাইয়া খলিফা। ৬৮৩ খ্রিস্টাব্দে ইয়াজিদের মৃত্যুর পর দ্বিতীয় মুয়াবিয়া দামেস্কের সিংহাসনে আরোহণ করেন। তার খেলাফতকালে সমগ্র উমাইয়া খেলাফতে, বিদ্রোহ ও অরাজকতা সৃষ্টি হয়। তার খেলাফতকালে, উমাইয়া খেলাফতভুক্ত অধিকাংশ প্রদেশ স্বাধীন হয়ে পড়ে। এ সময় তার প্রতিদ্বন্ধি হিসেবে আব্দুল্লাহ ইবনে যুবাইর মক্কা ও মদিনায় খলিফা ঘোষণা করেন এবং মিশর, সিরিয়া, ইরাকের জনগণ আব্দুল্লাহ ইবনে যুবাইরকে খলিফা হিসেবে স্বীকৃতি প্রদান করে। দ্বিতীয় মুয়াবিয়ার সময় উমািইয়া খিলাফত শুধুমাত্র দামেস্ক কেন্দ্রীক হয়ে পড়ে। রুগ্ন ও নম্র স্বভাবের এই খলিফা, মাত্রা তিন মাস শাসনকার‌্য পরিচালনা করে ইন্তেকাল করেন। মূলত তার মৃত্যুর মধ্যদিয়ে, উমাইয়া রাজবংশের সুফিয়ানিদ শাখার শাসনের অবসান ঘটে এবং হাকামীয় শাখার শাসনের উত্থান ঘটে।

পড়ুন: ইসলামের ষষ্ঠ খলিফা ইয়াজিদ

✏️তথ্যের উৎস:

📘ইসলামের ইতিহাস- সৈয়দ মাহমদুল হাসান 📘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- সৈয়দ মাহমুদুল হাছান 📘ইসলামের ইতহিাস- মুহাম্মদ মিজানুর রশিদ 📘আরব জাতীর ইতিহাস- শেখ লুতফর রহমান 📘দ্যা লস্ট ইসলামিক হিস্ট্রি- ফিরাস আল খতিব 📘উমাইয়া খিলাফতের ইতিহাস - ড. আলী ‍মুহাম্মদ সাল্লবী 📘 উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়া, বিভিন্ন ব্লগ এবং ওয়েবসাইট

➡️Keywords :

দ্বিতীয় মুয়াবিয়া কে ছিলেন?
খলিফা দ্বিতীয় মুয়াবিয়া জীবনী। খলিফা দ্বিতীয় মুয়াবিয়া শাসনকাল। সপ্তম উমাইয়া খলিফা দ্বিতীয় মুয়াবিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ