প্রাক-মুসলিম ভারতবর্ষের ধর্মীয় এবং সামাজিক অবস্থা | Social-religious System

আরও পড়ুন:প্রাচীন ভারতবর্ষের ধর্মীয় ও সামাজিক ব্যবস্থা।

ধর্মীয় অবস্থা: মুসলিম বিজয়ের পূর্বে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা যেমন অরাজকতাপূর্ণ ছিল তেমনি ধর্মীয় অবস্থাও অত্যন্ত শোচনীয় ছিল। এ সময় ধর্মীয় বিভিন্ন রীতি-নীতির নিষ্ঠুরতা ও জঘন্যতায় জনজীবন ছিল নিষ্পেষিত। ধর্মীয় স্বাধীনতা বলতে কিছুই ছিল না। হিন্দু ও বৌদ্ধ ধর্ম ছিল তৎকালীন ভারতবের্ষর প্রধান ধর্ম। তাছাড়া জৈন ধর্মেরও প্রচলন ছিল। হিন্দুরা মূর্তিপূজা সহ অসংখ্য কুসংষ্কারচ্ছন্ন রীতি-নীতিতে বিশ্বাসী ছিল।

হিন্দু ধর্মে এক উচ্চ শ্রেণীর ধর্মীয় নেতা অর্থাৎ ব্রাক্ষ্মনদের চাপিয়ে দেওয়া রীতি-নীতেই সকলকে বাধ্যতামূলক পালন করতে হত। এতে নিন্মবর্ণের হিন্দুরা চরমভাবে বৈষম্যের স্বীকার হত। হিন্দু শাসকদের অধীনে বৌদ্ধ ও জৈনধর্মের অনুসারিদের অবস্থাও খুবই শোচনীয় ছিল। ভারতবর্ষের এমন ধর্মীয় কুসংষ্করাচ্ছন্ন সময়ে ৬১০ খ্রিস্টাব্দে মহানবী (স) এর নবুয়ত লাভের মাধ্যমে আরবের মক্কা নগরীতে পৃথিবীর একমাত্র সত্যধর্ম ইসলামের পুনরুত্থান হয়।

পরবর্তীতে ৬২২ খ্রি. মদিনা কেন্দ্রীক ইসলামী রাষ্ট্র প্রতিষ্টার পর মুসলিম ব্যবসায়ী ও ধর্মপ্রচারকরা ইসলামের সত্য ও সুমহান বাণী পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে থাকে। তৎকালীন ভারতবর্ষের মাদ্রাজ তথা বর্তমান তামিলনাডু প্রদেশের একটি জেলার নাম মালাবার।

আনুমানিক ৬২৮ খ্রি. আরব সাগর হয়ে এই মালাবার উপকূলে আরব মুসলিম বণিক ও ধর্মপ্রচারকরা সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করে। তাদের প্রচেষ্টায় এই অঞ্চলে অনেক হিন্দু ধর্মাবলম্বি সত্য ও সাম্যের ধর্ম ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। সেই থেকে ভারতবর্ষে ইসলামের অগ্রযাত্রার সূচনা হয় এবং পরবর্তীতে মুসলিম বিজয়ের মাধ্যমে এই যাত্রা পূর্ণতা লাভ করে। তাই বলা যায় মুসলিম বিজয়ের পূর্বেই ভারতবের্ষ ইসলামের আগমন ঘটেছিল।

সামাজিক অবস্থা: মুসলিম বিজয়ের পূর্বে ভারতবর্ষে সমাজব্যবস্থায় দাম্ভিকতা, সংকীর্নতা ও জাতিভেদ প্রথা পরিলক্ষিত হয়। কালক্রমে বর্ণভেদ প্রথা মারাত্মক আকার ধারণ করে। হিন্দুদের মধ্যে ব্রাক্ষ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র নামে চারটি সামাজিক শ্রেণীর উদ্ভব হয়। উচ্চবর্ণের হিন্দুদের কাছে নিন্মবর্ণের হিন্দু এবং বৌদ্ধ ও জৈন ধর্মের অনুসারীরা নানাভাবে নির্যাতন ও বৈষম্যের স্বীকার হত।

তৎকালীন ভারতবের্ষ নারীদের অবস্থা খুবই শোচনীয় ছিল। নারীকে সমাজের ভোগের সামগ্রী ও দুর্দশার কারণ মনে করা হতো। সমাজে পুরুষদের বহুবিবাহের প্রচলন থাকলেও নারীদের দ্বিতীয় বিবাহের কোন বিধান ছিল না। বরং নারীদের প্রতি আরেকটি অবমাননাকর প্রথা ছিল, হিন্দু শাসকগোষ্টী ও ধর্মীয় নেতাগণ কর্তৃক চাপিয়ে দেওয়া সতীদাহ প্রথা। এই প্রথার মাধ্যমে স্বামীর মৃত্যু হলে স্ত্রীকেও তার সাথে জলন্ত আগুণে পুড়িয়ে দেওয়া হত।

এভাবে হিন্দু রাজা-মহারাজাদের শাসনের নামে শোষণ এবং ব্রাক্ষ্মণ পুরহিতদের ধর্মের নামে অধর্মীয় কর্মকান্ডের ফলে সাধারণ ভারতীয়দের জীবন দুর্বিষহ হয়ে পড়ছিল। ভারতবর্ষের সাধারণ জনসাধারণ তথা নিপিড়ীত ও অধিকার বঞ্চিত নিম্ব বর্ণের হিন্দু ও বৌদ্ধরা অরাজকতাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতী, কুসংস্কারচ্ছন্ন ধর্মীয় ব্যবস্থা, সামাজিকি দিকে দিয়ে অভিশপ্ত জাতিভেদ প্রথা ও বৈষম্য থেকে নিজেদের মুক্ত করার জন্য সুযোগের অপেক্ষায় থাকে।

একদা পৃথিবীর যেই প্রান্তে মানবতার আর্তনাদ কিংবা নির‌্যাতিত ও নিপিড়ীত মানুষের আহাজারি শুনা যেত, সেখানে আবির্ভাব হত শান্তির পতকাবাহী মুসলিম বীরসেনারা। যাদের একমাত্র উদ্দেশ্য ছিল- অত্যাচারী ও জালেম শাসকদের শোষণ থেকে সাধারণ জনসাধারণদের মুক্ত করা। তেমন শত-সহস্র মুসলিম বীরসেনানির মধ্যে অন্যতম ছিলেন মুহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ গজনবী এবং মুইজ উদ্দীন মুহাম্মদ ঘুরী।

মুহাম্মদ বিন কাসিম

তারা জাতিভেদ প্রথায় জর্জরিত, নিপিড়ীত ও নিষ্পেষিত ভারতবাসীর মুক্তির দূত হিসেবে যখন ভারতবর্ষের আগমন করেন, তখন এই সকল সাধারণ জনসাধারণ অত্যাচারী হিন্দু রাজা-মহারাজাদের বিরুদ্ধে গিয়ে মুসলিম শাসকদের সহযোগিতা করেন। কারণ মুসলমানদের আগমনকালে ইসলাম ধর্মের শান্তি, একতা, সহনশীলতা, উদারতা, সাম্য ও মৈত্রীভাব ভারতবর্ষের জনসাধারণকে মুগ্ধ করে। তাই তারা সহজেই সাম্যে-মৈত্রীর পরিপোষক মুসলিম শাসকদের নিকট আত্মসমর্পণ করে এবং ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেয়।

আরও পড়ুন:মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ইতিহাস

✏️তথ্যের উৎস :

📘 ভারতবর্ষের ইতিহাস -  ড. সৈয়দ মাহমুদুল হাসান

📘 ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস – এ.কে.এম আবদুল আলীম

📘 মোগল সাম্রাজ্যের সোনালী অধ্যায় – শাহাদাত হোসেন খান

📘 ভারতে মুসলিম শাসনের ইতিহাস – ড. মুহাম্মদ ইনামুল হক

📘 ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ইতিহাস – ড. মোহাম্মদ গোলাম রসূল

📘 ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন – আব্দুল করিম

📘 মুঘল ভারতের ইতিহাস – মোহাম্মদ ছিদ্দিকুর রহমান

📘 মুঘল সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস – অনিরুদ্ধ রায়

📘 উইকিপিড়িয়া, এনসাইক্লোপিডিয়া এবং বিভিন্ন ব্লগ ও অনলাইস ওয়েব সাইট



➡️Keywords :

প্রাচীন ভারতবর্ষের ইতিহাস                                                                            

প্রাচীন ভারতবর্ষের ধর্মীয় অবস্থা

প্রাচীন ভারতবর্ষের সামাজিক অবস্থা                                                                                                                                              

মুসলিম বিজয় পূর্বে ভারতবর্ষ কেমন ছিল?                                                                        

ভারতের প্রাচীন রাজনীতী                                                                                          

ভারতবর্ষে ‍মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাস                                                                    

ভারতবর্ষের ইতিহাস                                                                                                                    



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ