ইসলামের ষষ্ঠ এবং দ্বিতীয় উমাইয়া খলিফা ইয়াজিদ এর সংক্ষিপ্ত পরিচিতি। A short biography of Yazid I - the Sixth caliph of Islam.
ইয়াজিদ ছিলেন ইসলামের ষষ্ঠ এবং দ্বিতীয় উমাইয়া খলিফা।
৬৭৯ খ্রি. হযরত মুয়াবিয়া, তাঁর নিজ পুত্র ইয়াজিদকে, পরবর্তী খলিফা মনোনয়ন দান করে
ইসলামী শাসনব্যবস্থায় বংশানুক্রমিক শাসনের সূচনা করেন। ৬৮০ খ্রি. মুয়াবিয়ার মৃত্যুর পর,
দ্বিতীয় উমাইয়া খলিফা হিসেবে তার পুত্র ইয়াজিদ, দামেস্কের সিংহাসনে আরোহণ করেন।
তিনি ৬৮০ থেকে ৬৮৩ খ্রিস্টাব্দে পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
তার শাসনামলের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় হলো, কারবালার প্রান্তরে আলী (রা) কনিষ্ঠ পুত্র,
ইমাম হুনাইনের পরিবারবর্গসহ হত্যাকান্ড। এই হত্যাকান্ডের ফলে শিয়া মতবাদের জন্ম হয়,
যা পরবর্তী ইসালামী বিশ্বের জন্য বড়ধরনের হুমকি হয়ে দাড়িয়েছিল। এমনকি বর্তমান মুসলিম বিশ্বও,
শিয়া-সুন্নি দ্বন্দের ফল ভোগ করছে। তাছাড়া এই ঘটনার ফলে, ইসলামে খেলাফতের ঐক্যে ফাটল ধরে।
তিনি ৬৮৩ খ্রি. মৃত্যুবরণ করেন।
পড়ুন:ইসলামের পঞ্চম খলিফা হযরত মুয়াবিয়া (রা)
✏️তথ্যের উৎস:
📘ইসলামের ইতিহাস- সৈয়দ মাহমদুল হাসান 📘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- সৈয়দ মাহমুদুল হাছান 📘ইসলামের ইতহিাস- মুহাম্মদ মিজানুর রশিদ 📘আরব জাতীর ইতিহাস- শেখ লুতফর রহমান 📘দ্যা লস্ট ইসলামিক হিস্ট্রি- ফিরাস আল খতিব 📘উমাইয়া খিলাফতের ইতিহাস - ড. আলী মুহাম্মদ সাল্লবী 📘 উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়া, বিভিন্ন ব্লগ এবং ওয়েবসাইট
➡️Keywords :
ইয়াজিদ কে ছিলেন?
খলিফা ইয়াজিদের জীবনী। খলিফা ইয়াজিদের শাসনকাল। ষষ্ঠ উমাইয়া খলিফা ইয়াজিদ ইয়াজিদ ও হাসান (রা) দ্বন্দ। ইয়াজিদের শেষ পরিণতি ইয়াজিদ ও হাসান (রা) যুদ্ধ। কারবালার যুদ্ধ।
খলিফা ইয়াজিদের জীবনী। খলিফা ইয়াজিদের শাসনকাল। ষষ্ঠ উমাইয়া খলিফা ইয়াজিদ ইয়াজিদ ও হাসান (রা) দ্বন্দ। ইয়াজিদের শেষ পরিণতি ইয়াজিদ ও হাসান (রা) যুদ্ধ। কারবালার যুদ্ধ।
0 মন্তব্যসমূহ