মেনদারম্যান জালালউদ্দীন সিরিজের দ্বিতীয় সিজন কখন আসবে?

                                                               

ইতিহাস বিজয়ী আর বিজয়কেই ফলাও করে; পরাজয় আর পরাজিতকে ঢেকে রাখে বিস্মৃতির আড়ালে; কিন্তু কোনো কোনো পরাজয় ও পরাজিত পক্ষ এতই মহিয়ান হয়, তা গৌরবের দিক দিয়ে অনেক বিজয়কে ছাড়িয়ে যায়, দূর বহু দূর। ইতিহাসের তেমনই পরাজিত এক মহানায়ক সুলতান জালালুদ্দিন খাওয়ারিজম শাহ। জালালুদ্দিন ছিলেন খাওয়ারিজম সাম্রাজ্যের শেষ সুলতান। তিনিই মোঙ্গলেদের প্রথম প্রতিরোধকারী।

কুখ্যাত চেঙ্গিস খানের নেতৃত্বে মোঙ্গল ঝড়ে যখন গোটা মুসলিম বিশ্ব লন্ডভন্ড, ঠিক সে মুহূর্তে জালাল উদ্দীন ধুমকেতুর ন্যায় আবির্ভূত হয়েছিলেন মুসলিমবিশ্বের ত্রাতা হিসেবে। মোঙ্গলদের মোকাবিলায় তাঁর প্রতিরোধযুদ্ধ অসফল হলেও ব্যর্থ ছিল না মোটেও। অন্তত সাত-আটটি বছর তিনি আটকে রেখেছিলেন মোঙ্গলদের বিজয়ের স্রোত। দৌড়ের উপর রাখতে সক্ষম হয়েছিলেন সেই বিশ্বত্রাস শক্তিকে। এই রক্তপিপাসুদের নিজের সঙ্গে ব্যস্ত রেখে দিয়ে, তিনি সুরক্ষা দিয়ে গেছেন বাগদাদের খিলাফত, হারামাইন এবং মুসলিমবিশ্বসহ সমগ্র মানবসভ্যতাকে।                 

সিন্ধু নদের তীরে বীরত্বের যে মহাকাব্য রচনা করেছিলেন এই অমর বীর, তা চিরকাল মুসলিম মুজাহিদদের জন্য হয়ে থাকবে প্রেরণার উৎস। ইতিহাসের মাজলুম সেই মহান সুলতানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে উজবেক-তুর্কি যৌথ টিভি সিরিজ মেনদারমিন জালালউদ্দীন।                     

সুলতান জালালউদ্দীন খাওয়ারিজম শাহ

মেনদারম্যান জালালউদ্দীন সিরিজটি প্রযোজনা করেন তুরস্কের বিখ্যাত সিরিজ দিরিলিস আর্তুগুল নির্মাতা তুর্কি পরিচালক মেহমেদ বোজদাগ এবং উজবেকিস্তানের ক্রিঢ়া ও সংস্কৃতি মন্ত্রণালায়। এই সিরিজে সুলতান জালাল উদ্দীনের চরিত্র অভিনয় করেন তুরস্কের জনপ্রিয় অভিনেতা এমরি কিবলিকিম।

বিগত ২০২১ সালের ১৪ ফ্রেব্রুয়ারিতে উজবেকিস্তানের মিল্লি টিভিতে মেনদারমান জালালউদ্দীন সিরিজের প্রথম সিজনের প্রথম এপিসোড সম্প্রচারিত হয়। প্রথম সিজনে ১৩ টি এপিসোড ছিল। সিরিজটি সম্প্রচার হওয়ার সাথে সাথে উজবেকিস্তানে প্রচুর জনপ্রিয়তা অর্জন করে। এরপর তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে আলোডন সৃষ্টি করে মুসলিম বীর সুলতান জালাল উদ্দীনের বীরত্বগাথা নিয়ে নির্মিত এই সিরিজটি।

১০৯৭ খ্রিস্টাব্দে কুতুব উদ্দীন মুহাম্মদের হাত ধরে সমরকন্দকে রাজধানী করে প্রতিষ্ঠিত হয় খাওয়ারজিম সাম্রাজ্য । এই সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রায় দেড়শত বছর পরের কথা, সাম্রাজ্যের শাসক তখন সুলতান আলাউদ্দিন খাওয়ারিজম শাহ। এই সময় ত্রয়োদশ শতাব্দির শুরুর দিকে মঙ্গোলিয়ান স্তেপ থেকে লুটেরা গোত্রগুলোকে একত্র করে পৃথিবীর ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ের সূচনা করে চেঙ্গিস খান। চেঙ্গিস খানের প্রকৃত নাম চিল তিমুচীন।

                                 

তিনি ১২০৬ খ্রিস্টাব্দে সমগ্র মোঙ্গলদের নেতা হিসেবে চেঙ্গিস খান বা মহান খান উপাধী ধারণ করে কারাকোরামে মোঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। চেঙ্গিস খানের নেতৃত্বে মোঙ্গলরা ১২১৮ খ্রিস্টব্দে সমগ্র চীনে ধ্বংসযজ্ঞ চালিয়ে চীন বিজয় করে। এরপর তিনি দৃষ্টি দেন মধ্যে এশিয়ার খাওয়ারিজম সাম্রাজ্যের দিকে। মূলত চেঙ্গিস খানের খাওয়ারিজম সাম্রাজ্যে আক্রমণের প্রস্তুতিকে মেনদারমিন জালাল উদ্দীন সিরিজটির প্রথম সিজনে তুলে ধরা হয়েছে।    

একদিকে জালাল উদ্দীনের পিতা সুলতান আলাউদ্দীন মোহাম্মদ খাওয়ারিজম শাহ ও তার দাদী তেরকেন খাতুনের মধ্যে ক্ষমতা দখলকে করে হওয়া গৃহযুদ্ধ অন্যদিকে জালাল উদ্দীন ও তার ভাইদের মধ্যে সিংহাসন লাভের লড়াইকেও তুলে ধরা হয়েছে এই সিজনে। জালাল উদ্দীন চেঙ্গিস খানের আক্রমণকে সতর্ক করে উভয় পক্ষের মধ্যে সংঘটিত হওয়া গৃহযুদ্ধকে বন্ধ করতে সক্ষম হয়। এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র গৃহযুদ্ধ ও মোঙ্গলদের সাথে সংঘর্ষের মাধ্যমে সিরিজটির প্রথম সিজন এগিয়ে যায়।

                                                               

চেঙ্গিস খান

সিজনটির সবচেয়ে আকর্ষণীয় একটি চরিত্র হলো চেঙ্গিস খানের গুপ্তচর কুতলু বিকে। চেঙ্গিস খান কুতলু বিকেকে গুপ্তচর হিসেবে খাওয়ারিজম সাম্রাজ্যের রাজপ্রসাদে প্রেরণে করে। পরবর্তীতে শাহাজাদা জালালউদ্দীনের সাথে তার প্রণয়ের সম্পর্ক হয়। এবং উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু পরে জালাল উদ্দীন ও তার রাজপরিবারের কাছে কুতলু বিকের গৃুপ্তচরবৃত্তি ধরা পড়ে যায়। মূলত কুতলু বিকের ছোট ভাইকে অপহরণ করে চেঙ্গিস খান তাকে গুপ্তচরের কাজ করার জন্য বাধ্য করে।     

সত্য প্রকাশিত হওয়ার পর জালাল উদ্দীন কুতলু বিকের ছোট ভাইকে চেঙ্গিস খানের বন্দিদশা থেকে মুক্ত করে রাজপ্রাসাদে ফিরিয়ে আনতে সক্ষম হয়। এরপর চেঙ্গিস খান খাওয়ারিজম সাম্রাজ্যে আক্রমণের জন্য অভিযান প্রেরণ করে এবং জালাল উদ্দীন তার সাম্রাজ্য ও জনগণকে রক্ষার জন্য ব্যবস্থা নেয়। অবশেষে ঘটনার প্রেক্ষাপটে মোঙ্গল ও খাওয়ারিজম সাম্রাজ্যের দুইটি বৃহৎ বাহিনী যুদ্ধের ময়দানে সমবেত হয়…… যুদ্ধ শুরু হওয়ার মুহুর্তেই প্রথম সিজনের ইতি ঘটে।

মেনদারম্যান জালালউদ্দীন সিরিজের দ্বিতীয় সিজন কখন রিলিজ হবে, সেই সম্পর্কে তুরস্ক ও উজবেকিস্তানের কোন টিভি চ্যানেলে নির্দিষ্ট কোন তারিখ ঘোষণা করেনি। তবে ইতিমধ্যে সিজনটির শুটিং শুরু হয়েছে, এমনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়।  যাই হোক, তুর্কি টিভি সিরিজ প্রিয় দর্শকদের ধারণা অতিশিগ্রয় সিজনটি রিলিজ করবে প্রযোজকরা। তাছাড়া দর্শকরা অধির আগ্রহে অপেক্ষা করছে এই সিরিজটির দ্বিতীয় ও শেষ সিজন দেখার জন্য।

ভিডিও দেখুন:

                        


 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ