তুরস্ক : মুসলিম বিশ্বের পরাশক্তি

       

                             আরও পড়ুন: ইরান : ইতিহাস এবং দেশ পরিচিতি    

তুরস্ক পশ্চিম এশিয়ার একটি রাষ্ট্র তবে ইউরোপ এশিয়া মহাদেশের সীমান্তে দেশটির অবস্থান এর উত্তর-পশ্চিমে গ্রিস বুলগেরিয়া, পূর্বে আর্মেনিয়া, আজারবাইজান ইরান, দক্ষিণে ইরান সিরিয়া অবস্থিত তুরস্কের তিন দিক থেকে সমুদ্র বেষ্টিত পশ্চিমে ইজিয়ান সাগর, উত্তরে কৃষ্ণ সাগর এবং দক্ষিণে ভূমধ্যসাগর সামরিক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি জলপথ এশীয় ইউরোপীয় তুরস্ককে পৃথক করেছে এই জলপথসমূহ হলো- মার্মার সাগর, বসফরাস প্রণালী ও দার্দানেলাস প্রণালী

এশিয়া-ইউরোপের সঙ্গমস্থলে অবস্থিত বলে তুরস্কের ইতিহাস সংস্কৃতির বিবর্তনে এর প্রভাব পড়েছেগোটা মানবসভ্যতার ইতিহাস জুড়েই তুরস্ক এশিয়া ইউরোপের মানুষদের চলাচলের সেতু হিসেবে কাজ করেছে গ্রামীণ অঞ্চলে এখনও অনেক অতীত ঐতিহ্য রীতিনীতি ধরে রাখা হয়েছে তবে তুরস্ক বর্তমানে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র এখানকার অধিকাংশ লোকের ধর্ম ইসলাম এবং মুখের ভাষা তুর্কি

তুরস্ক. ম্যাপ

তুরস্কের ইতিহাস দীর্ঘ ও ঘটনাবহুল। প্রাচীনকাল থেকে বহু বিচিত্র জাতি ও সংস্কৃতির লোক এলাকাটি দখল করেছে।  ১৯০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে এখানে হিটাইটদের বাস ছিল। তাদের সময়েই এখানে প্রথম বড় শহর গড়ে ওঠে। এরপর এখানে ফ্রিজীয়, গ্রিক, পারসিক, রোমান এবং আরবদের আগমন ঘটে।মধ্য এশিয়ার যাযাবর মুসলিম তুর্কি জাতির লোকেরা ১১শ শতকে দেশটি দখল করে এবং এখানে সেলজুক রাজবংশের পত্তন করে।

 আরও দেখুন: সুলতান তুঘ্রিল বেগ : সেলজুক সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা |                     

তাদের শাসনের মাধ্যমেই এই অঞ্চলের জনগণ তুর্কি ভাষা ও সংস্কৃতির সাথে মিশে যায়। ১৩শ শতকে মোঙ্গলদের আক্রমণে সেলজুক রাজবংশের পতন ঘটে। একই শতকের শেষ দিকে অর্থাৎ ১২৯৯ সালে এখানে উসমানীয় সাম্রাজ্যের উত্থান হয়। এরা পরবর্তী ৬০০ বছর তুরস্ক শাসন করে এবং আনাতোলিয়া ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ এবং উত্তর আফ্রিকার এক বিশাল এলাকা জুড়ে বিস্তৃতি লাভ করে। প্রথম বিশ্বযুদ্ধের পর সাম্রাজ্যটির পতন ঘটে। ১৯২৩ সালে উসমানীয় সাম্রাজ্যের তুর্কিভাষী এলাকা আনাতোলিয়া ও পূর্ব থ্রাস নিয়ে মুস্তাফা কামাল আতাতুর্ক এর নেতৃত্বে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়।

                                                                 

১৯৩৮ সালে মৃত্যুর আগ পর্যন্ত আতাতুর্ক তুরস্কের রাষ্ট্রপতি ছিলেন। তিনি একটি শক্তিশালী, আধুনিক ইউরোপীয় রাষ্ট্র হিসেবে তুরস্কের পরিচয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাই তাকে আধুনিক তুরস্কের জনক বলা হয়। ১৯৫০-এর দশক থেকে রাজনীতিতে ধর্মের ভূমিকা তুরস্কের একটি বিতর্কিত ইস্যু। তুরস্কের সামরিক বাহিনী ১৯৬০, ১৯৭১, ১৯৮০ এবং ১৯৯৭ সালে মোট চারবার তুরস্কের রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার স্বার্থে হস্তক্ষেপ করেছে।

                                      

তুর্কি সেনাবাহিনী

ইসলাম পন্থি একে সরকারের পতনের উদ্দেশ্যে ২০১৬ সালে এক সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করা হয়, তবে শেষ পর্যন্ত তুর্কি জনগনের ব্যাপক প্রতিরোধের মুখে তা ব্যার্থ হয়। বর্তমানে দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার রয়েছে। । সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী দল ২০০০ সালে এরদোয়ান কর্তৃক প্রতিষ্ঠিত দল একে পার্টি। এবং জয়ী প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এদোয়ান দেশটির বর্তমান রাষ্ট্রপতি এবং বর্তমান প্রধানমন্ত্রী হলেন বিনালি ইলদিরিম

আরও পড়ুন: তুর্কি রুম সালতানাতের ইতিহাস                                 

তুরস্কের পুরো নাম তুরস্ক প্রজাতন্ত্র, পূর্বের রাজধানী বৃহত্তম শহর ইস্তাম্বুল, যেটি পৃথিবীর একমাত্র শহর, যা দুই মহাদেশে বিদ্যমান দেশটির বর্তমান রাজধানী আঙ্কারা দাপ্তরিক ভাষা তুর্কিজাতিগোষ্ঠী: তুর্কি, কুর্দি, আরব,লাজ প্রভৃতি মোট জনসংখ্যা কোটি লক্ষ ১০ হাজার জন প্রায় আইনসভা গ্র্যান্ড ন্যাশনাল আ্যাসেম্বলি আয়তন লক্ষ ৮৩ হাজার ৩৬৫ বর্গ কিলোমিটার তুরস্কে ৮১ টি প্রদেশ এবং ৯২৩ টি জেলা রয়েছে মাথাপিছু আয় ২৮ হাজার ৩৪৬ ডলার, মুদ্রা টার্কিশ লিরা।                     

২৪ অক্টোবর ১৯৪৫ খ্রি. জাতিসংঘে যোগদান করে  তুরস্ক এটি ন্যাটোতে যোগ দেয়া প্রথম মুসলিম দেশ ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী হচ্ছে দ্বিতীয় বৃহত্তম একমাত্র যুক্তরাষ্ট্রেরই রয়েছে তুরস্কের চেয়ে বড় প্রতিরক্ষা শক্তি বিশ্বের শরনার্থী আশ্রয়ে শীর্ষ দেশ- তুরস্ক বিখ্যাত ট্রয় নগরী ছিলো বর্তমান তুরস্কে বর্তমানে তুরস্ক অর্থনৈতিক দিক থেকে বিশ্বে ১৬তম সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বে অন্যতম শক্তিধর দেশ তুরস্ক মুসিলিম বিশ্বে দেশটি সবচেয়ে শক্তিশালী আর বিশ্ব ্যাংকিয়ে তুরস্ক রয়েছে অষ্টম অবস্থান।

আরও পড়ুন: সুদান : ইতিহাস ও দেশ পরিচিতি

             ভিডিও দেখুন ;

                                    


                                                     


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ