তুর্কি জাতির পরিচয়, উৎপত্তি এবং নামকরণ |

                    

                               আরও পড়ুন: উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস

তুর্কি শব্দের অর্থ হলো শক্তি বা ক্ষমতা। কোন কোন ঐতিহাসিকদের মতে, তুর্কী নামে একজন ব্যক্তি ছিল আর তিনি ছিলেন হযরত নূহ (আঃ) এর পুত্র ইয়াফাসের বংশধর। এ তুর্কী নামের ব্যক্তিটির বংশধররাই তুর্কী জাতি হিসেবে ইতিহাসে পরিচিত। ভাষাগত দিক দিয়ে, তুর্কি জনগণ হ'ল মধ্য, পূর্ব, উত্তর ও পশ্চিম এশিয়ার পাশাপাশি ইউরোপ এবং উত্তর আফ্রিকার বিভিন্ন অংশের নগর গোষ্ঠীর সমষ্টি, যারা তুর্কি ভাষায় কথা বলে। আর এই তুর্কি ভাষাভাষি লোকজন তুর্কি জাতি নামে পরিচিত।

তুর্কি বলতে তাই একটি বৃহত্তর জাতিকে বোঝায়, যার মধ্যে বর্তমানের কাজাখ, উজবেক, কিরগিজ, উইঘুর, তাতার, চেচন এবং তুর্কি জাতির লোকেরা, এবং অতীতের বুলগার, হুন, সেলজুক, উসমানীয়, তৈমুরীয়, খাওয়ারিজমি, গজনবি, মুঘল ইত্যাদি জাতিগুলি অন্তর্ভুক্ত ছিল। উল্লেখ্য, কোন কোন ইতিহাসবেত্তা মনে করে হুনেরা ছিল একটি আদি তুর্ক জাতি। তবে কেউ কেউ, হুনদেরকে একটি মঙ্গোলীয় জাতি মনে করেন।     

ধারণা করা হয়, আদি তুর্কি জাতিরা মঙ্গোলিয়া, উত্তর চীন এবং মধ্য এশিয়া থেকে সাইবেরিয়া পর্যন্ত বিস্তৃত এলাকায় বসবাস করত। আদি বাসভূমি থেকে কখন তুর্কিরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া শুরু করে, তার সঠিক তারিখ নির্ণয় করা দুরূহ। তবে মধ্যযুগে তুর্কী জাতিগুলি এশিয়ার বেশিরভাগ এলাকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। ৬ষ্ঠ শতকে প্রথম তুর্ক শব্দ বিশিষ্ট রাষ্ট্রের আবির্ভাব ঘটে, যার নাম ছিল গিয়কতুর্ক অর্থাৎ নীল তুর্ক। এর পরে ৮ম শতকে বুলগার তুর্কি, তাতার, উইঘুর, উজবেক, কাজাখ, কিরগিজ, ওঘুজ তুর্কি ইত্যাদি তুর্কি জাতির আবির্ভাব ঘটে।

আরও পড়ুন: সেলজুক সাম্রাজ্যের উত্থান

এই জাতিগুলি মঙ্গোলিয়া ও ট্রান্স-অক্সিয়ানার মধ্যবর্তী অঞ্চলে যখন বিভিন্ন রাষ্ট্র পত্তন করছিল, তখন তারা মুসলিমদের সংস্পর্শে আসে এবং ধীরে ধীরে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে শুরু করে। তুর্কি জাতি নানা গোত্রে বিভক্ত ছিল। এসব গোত্র গুলোর মধ্যে ওঘুজ গোত্র ছিল অন্যতম বিখ্যাত গোত্র। অঘুজ তুর্কিদের ২৪ টি শাখার মধ্যে অন্যতম একটি শাখা হলো সেলজুক তুর্কি, যারা আব্বাসিয় খিলাফতের রক্ষক হিসেবে আত্মপ্রকাশ করে। এবং এই খেলাফতের সমসাময়িক বিশাল সেলজুক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। ১০৫৫ খ্রিস্টাব্দে তুঘ্রীল বেঘের হাত ধরে গড়ে উঠা সেলজুক সাম্রাজ্য ১১৯৪ খ্রিস্টাব্দ পতন ঘটে মোঙ্গলদের আক্রমণের ফলে ।     


এরপর সেলজুকদের উত্তরসূরি হিসেবে অঘুজ তুর্কিদের আরেকটি শাখা কায়ী গোত্রের উসমানীয় তুর্কিদের উত্থান হয় আর্তুগুলের পুত্র উসমানের হাত ধরে। ১২৯৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এবং তিন মহাদেশ ব্যাপি বিস্তৃত এই সাম্রাজ্যটি আর্তুগুল থেকে দ্বিতীয় আব্দুল মজিদ পর‌্যন্ত ৩৭ জন সুলতান প্রায় ৬৫০ বছর ধরে রাজত্ব করে। ১৯২৪ সালে এই সাম্রাজ্যের পতন হয় এবং যার বর্তমান রূপ হলো আধুনিক তুরস্ক।

আরও পড়ুন:রুমের সেলজুক সালতানাত

মধ্য এশিয়ায় আরেকটি শক্তিশালী মুসলিম সাম্রাজ্য খাওয়ারাজিমও তুর্কি জাতির অন্তর্ভূক্ত। ১২০০ শতকে অর্থাৎ আব্বাসিয়দের পতনের কয়েক দশক আগে মঙ্গোলদের হাতে এই সাম্রাজ্যটির পতন ঘটে । অন্যদিকে ভারতীয় উপমহাদেশেও ইসলামের ব্যাপক প্রসার হয় দিল্লির তুর্কি সালতানাত ও বাংলার তুর্কি সালতানাতের মাধ্যমে। স্বাধীন সালতানাতে বাংলার প্রথম সুলতানও ছিলেন তুর্কি বীর বখতিয়ার খলজি। পরবর্তীতে দিল্লির শাসন ক্ষমতায় অধীষ্টিত হওয়া মোঘলরাও ছিলো বৃহত্তর তুর্কি জাতিভুক্ত যদিও তাদের রক্তের ধারা মধ্যে মঙ্গোলিয়ানদের একটি ক্ষুদ্র ধারার রক্তের মিশ্রণ ছিলো।

মানব সভ্যতার ইতিহাসে দুইটি জাতি যাদের ইসলাম গ্রহণের আগে উল্লেখ করার মতো কোন ইতিহাস ছিলো না, তাদের মধ্যে একটি আরব জাতি আর অন্যটি হলো তুর্কি জাতি। ইসলামই এই দুই জাতিকে শুধু সম্মানিত করেনি বরং পুরো বিশ্বের নেতৃত্বের আসনে বসিয়েছে প্রায় ১১০০ বছর ধরে। এই দুই জাতি আরো দুইশ বছর পতনোম্মুখ হয়ে টিকে ছিলো প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়া অবধি। কিন্তু ইসলাম ও উম্মাহর চেতনাবোধকে ছেড়ে দেয়া মাত্রই এই দুই আরব ও তুর্কি জাতি বিশ্ব রাজনিতির নিয়ন্ত্রকের আসন থেকে ছিটকে পড়ে।

আরব জাতিকে যেমন বলা হয়, ইসলামের সূচনাকারী জাতি তেমনি অন্যদিকে,তুর্কি জাতিকে বলা হয় ”Defender of Islam বা আল্লাহর পক্ষ থেকে আসা ইসলাম তথা মুসলিম জাতির রক্ষক। কিন্তু বর্তমানে দুনিয়াবি কিছু স্বার্থ ও অমুসলিমদের ষড়যন্ত্রের কারণে এই দুই জাতি বিভক্ত হয়ে পড়েছে। আমরা আবারো অপেক্ষায় আছি এই দুই ভ্রাতৃপ্রতিম জাতি আরব ও তুর্কিদের পূণ-উত্থানের। আর তাদের উত্থান হবে ইসলামী বিশ্ব, মুসলিম উম্মাহ এবং সার্বজানিন মানবতার জন্য, মুসলিম সভ্যতা – সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান, শিল্প – সাহিত্য এবং শিক্ষা ও মানবিক বিকাশের জন্য।

পরবর্তী অংশ পড়ুন : তুর্কিস্থান : বৃহত্তর তুর্কিজাতির বিলুপ্ত হওয়া এক দেশ ।

ভিডিও দেখুন:

  

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ